ক্যাটাগরি

বনানীর রাস্তায় পুড়ল মাইক্রোবাস

যান্ত্রিক ত্রুটির কারণে ওই গাড়িতে আগুন ধরে গিয়েছিল জানিয়ে বনানী থানার ওসি নূরে আযম বলেছেন, এ ঘটনায় কেউ হতাহত হননি।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা ইসলাম জানান, বুধবার সকাল সোয়া ১০টার দিকে আগুনের খবর পেয়ে তাদের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়।

“যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে তাদের একটু দেরি হয়। পরে ১০টা ৪২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ওসি নূরে আযম জানান, চালক ছাড়াও গাড়িতে মালিকের মেয়ে ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নিরাপদে বেরিয়ে আসেন। গাড়িটি পুরোপুরি পুড়ে গেছে।

আগুন লাগার পর সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে বলে জানান ওসি।