মঙ্গলবার
রাতে রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল স্বাধীন পার্কের দোতলার একটি কক্ষ থেকে
মরদেহটি উদ্ধার হয় বলে কোতোয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম জানান।
যুবকের
নাম রুবেল খন্দকার (৩০)। তার বাড়ি বাকেরগঞ্জ উপজেলায়।
রুবেল
বিভিন্ন বাজার থেকে পাইকারি দরে মাছ কিনে রূপাতলী বাসস্ট্যান্ড এলাকায় বিক্রি
করতেন। তিনি আবাসিক হোটেলেই থাকতেন।
ওসি
আরও বলেন, মরদেহ উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো
হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর
আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।