ক্যাটাগরি

ব্রডব্যান্ড সেবায় এবার স্টারলিংককে টক্কর দেবে অ্যামাজন

“প্রোজেক্ট কুইপার” নামের যৌথ এ প্রকল্পে আগামী পাঁচ বছরে ৮৩ টি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটি চুক্তি হয়েছে অ্যামাজন প্রধান জেফ বেজোস মালিকানাধীন ‘ব্লু অরিজিন’-এর সঙ্গে।

স্যাটেলাইট ব্যবহার করে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বাড়ানোর এ প্রতিযোগিতা দিনের পর দিন তীব্র হচ্ছে। আর এখানে এখন পর্যন্ত অন্যদের তুলনায় এগিয়ে রয়েছে স্পেসএক্স।

প্রোজেক্ট কুইপারের প্রথম দুই স্যাটেলাইটের প্রোটোটাইপ এ বছরের শেষ নাগাদ উৎক্ষেপণের কথা প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

“অ্যামাজন তিনটি চুক্তিতেই শত শত কোটি ডলার খরচ করছে। এটি নভোযান উৎক্ষেপণের ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্যিক চুক্তি।”–রয়টার্সকে জানিয়েছেন অ্যামাজনের এক মুখপাত্র।

এ চুক্তিতে রয়েছে: আরিয়েনস্পেসের ছয়টি আরিয়েন রকেটে ১৮টি স্যাটেলাইট উৎক্ষেপণ, ব্লু অরিজিনের নিউ গ্লেন রকেটে ১২টি উৎক্ষেপণ, যেখানে ১৫টি অতিরিক্ত উৎক্ষেপণের সুযোগ আছে এবং ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স (ইউএলএ) -এর ভালকান সেন্টর রকেটে ৩৮টি উৎক্ষেপণ।

লকহিড মার্টিন কর্পোরেশন এবং বোয়িং কোম্পানির যৌথ উদ্যোগে কার্যক্রমটি পরিচালিত হবে।

“এটি আরিয়েনস্পেসের ইতিহাসে সবচেয়ে বড় স্বাক্ষরিত চুক্তি”–রয়টার্সকে বলেছেন আরিয়েনগ্রুপ প্রধান আন্দ্রে-হুবার্ত রুসেল।

“এটি আড়াই বছর দীর্ঘ আলোচনার ফলাফল।”

রয়টার্সকে অবশ্য আর্থিক লেনদেনের তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন রুসেল। তবে, ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে উৎক্ষেপণ বাস্তবায়নের বিষয়টি রয়টার্সকে জানিয়েছেন তিনি।

প্রোজেক্ট কুইপারের লক্ষ্য, পৃথিবীর নিম্ন কক্ষপথে তিন হাজার স্যাটেলাইট স্থাপন করে দ্রুতগতির ইন্টারনেট গ্রাহকদের কাছে পৌছে দেওয়া। পারিবারিক, বাণিজ্যিক এবং সরকারী সংস্থাগুলো এদের সম্ভাব্য গ্রাহক বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।