ক্যাটাগরি

মিরপুরে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে মিরপুর-১ নম্বরের ‘বি ব্লকের’ দুই নম্বর বাড়িতে
এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।

নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা আক্তার জানান, ছয়তলা ওই ভবনের নিচতলায়
আগুনের সূত্রপাত হয়। তৃতীয় তলা পর্যন্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে
পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নেভায়।

তিনি বলেন, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে কীভাবে আগুনের সূত্রপাত
হয়, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।