ক্যাটাগরি

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে ২ কিশোরের লাশ উদ্ধার

বুধবার সকালে সদর উপজেলার মিরকাদিমের কাঠপট্টি এবং নয়াগাঁও থেকে দুটি লাশ উদ্ধার করা হয় বলে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান।

নিহতরা হলেন- ভোলার লালমোহন উপজেলার চরটেকিয়া গ্রামের আবুল কালামের ছেলে রিয়াম (১৭)। অপরজনের নাম আলমগীর (১৮)। তার সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ। দুজনই উপজেলার রিকাবীবাজারের মাস্তান বাজারে ভাড়া থাকত।

লুৎফর বলেন, সোমবার বিকালে পাঁচ বন্ধু ধলেশ্বরীর পাড়ে বেড়াতে যায়। তিন বন্ধু ফিরে এলেও রিয়াম আর আলমগীর বাড়ি ফিরেনি। সকালে কাঠপট্টি থেকে রিয়ামের এবং নয়াগাঁও থেকে আলমগীরের লাশ উদ্ধার করা হয়।

“লোকমুখে শোনা যাচ্ছে, তারা নেশাজাতীয় দ্রব্য সেবন করে নদীতে গোসল করতে নামে। পরে দুজন নিখোঁজ হয়। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।“

লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।