৩১ মার্চ নিউ ইয়র্কের ব্রঙ্কসে আয়োজিত স্বাধীনতা দিবস ও বসন্ত উৎসবকে কেন্দ্র করে ব্যান্ডের নাম ও পরিচিতি প্রকাশ করেন এর সদস্যরা।
বেজ গিটারিস্ট নাসিরুল্লাহ বলেন, “হাডসন নদীর একটি বিশেষ বৈশিষ্ট্য এই যে, একই নদীতে দুটি ভিন্ন জলের ধারা বিদ্যমান। আটলান্টিক মহাসাগরের লবণাক্ত স্রোতধারা, ম্যানহাটানের নিম্নাঞ্চল থেকে প্রবাহিত হয়ে উত্তরে নিউ ইয়র্কের রাজধানী আলবেনির ট্রয় উপনগর পর্যন্ত যায়, আর পাহাড়ি হ্রদ ‘টিয়ার্স অব ক্লাউড’ যেখান থেকে উৎপত্তি হাডসন নদীর সেখান থেকে নেমে আসে হ্রদের স্বচ্ছ সতেজ পানির ধারা, মিলিত হয় আটলান্টিক মহাসাগরের সঙ্গে। বহমান এই নদীর মতই আমাদের জীবন। দেশের বাইরে অবস্থান করে দেশের প্রতি টান অনুভব, এই দুটি ভিন্নধারার সহাবস্থান ইঙ্গিত করে। যুক্তরাষ্ট্রের সমাজ দেখার এবং বাংলা সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকার আকাঙ্ক্ষার ফসল হাডসন রিভার ব্যান্ড।”
অনুষ্ঠানটি সাজানো হয় দুটি পর্বে। ‘স্বাধীনতা পর্বে’ গান শোনান কণ্ঠশিল্পী তাহমিনা শহীদ, সৈয়দ ফয়েজ ও আহমেদ টিটু। ‘বসন্ত উৎসব’ পর্বে শোনানো হয় আরও চারটি গান।
ব্যান্ডের সদস্য আব্দুল কাদেরের হ্যান্ডসনিক তবলার সঙ্গে পারকাসন ইনস্ট্রুমেন্ট মন্দিরা ব্যবহার করেন অতিথি শহীদ উদ্দিন। কি-বোর্ডে ছিলেন আহমেদ টিটু।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |