ক্যাটাগরি

সরকারে আওয়ামী লীগ থাকলেই উন্নতি হয়েছে দেশের: শেখ হাসিনা

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান করায় প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিপরিষদকে ধন্যবাদ
জানাতে একটি প্রস্তাবের ওপর আলোচনায় বুধবার সংসদে তিনি এ কথা বলেন। 

শেখ হাসিনা বলেন, “আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের জনগণকে এটাই
বলব- যখনই আওয়ামী লীগ সরকারে এসেছে, তখনই বাংলাদেশের উন্নতি হয়েছে।

“কারণ আমরা তো বাংলাদেশের সাধারণ জনগণ, মাটির মানুষ- তাদের উন্নতি চাই।
আর স্বাধীনতাবিরোধীরা ক্ষমতায় থাকলে এদেশ তো উন্নতি করবে না।”

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি ও মর্যাদা পাওয়ায় দেশবাসীকে
ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “তাদের সবাইকে এতটুকুই বলব যে, এই চেতনা নিয়েই
বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশকে আর কেউ পেছনে ফেরাতে পারবে না।”

১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর যারা সংবিধান
লঙ্ঘন করে অবৈধভাবে সরকারে এসেছিল, তাদের সময়কার দেশের পরিস্থিতিও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “স্বাধীনতার চেতনাকে ধ্বংস করেছিল, আমাদের জয় বাংলা স্লোগান
ধ্বংস করেছিল, জাতির পিতার নাম নিষিদ্ধ করেছিল, ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল; আজকে
তা আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে।”

বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতায় আসা সামরিক সরকার খুনিদের রক্ষায় ইনডেমনিটি
অধ্যাদেশ জারি করেছিল। পরে আওয়ামী লীগ সরকারে এসে সেই অধ্যাদেশ বাতিল করে। 

সংসদে শেখ হাসিনা বলেন, “যখন মামলাটা হয়, ইনডেমনিটি অর্ডিন্যান্স যখন আমরা
প্রত্যাহার করলাম, যখন মামলা করতে গেলাম, আমি বললাম- জিয়াউর রহমানের নামও থাকতে হবে।
কারণ সেই আসল খুনি। আমাকে এটাই বলা হয়েছিল, যেহেতু সে এখন মৃত, তাকে আসামি করে কোনো
লাভ নেই, আসামি করা যাবে না।“ 

সে কারণেই জিয়ার নামটা দেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, “…কিন্তু যখন প্রসিডিংস
শুরু হয়, যখন সাক্ষী হয়, তখন কিন্তু এটা স্পষ্ট যে জিয়াউর রহমান এই হত্যার সাথে সরাসরি
জড়িত।

“আর তাই যদি না হত, তাহলে খন্দকার মোশতাক তাকে একেবারে সাথেসাথেই সেনা
প্রধান করবে কেন? তাকে তো সেনাপ্রধান করেছিল। কাজেই এগুলো তো সমস্ত রেকর্ডেড। এখন যতই
অস্বীকার করুক, এটা অস্বীকার করার কোনো উপায় নেই।”