ক্যাটাগরি

সিলেটে বাসের মুখোমুখি টমটম-মোটরসাইকেল, নিহত ৩

বুধবার বিকাল ৫টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে হরিপুর এলাকায় এ
দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতদের দুজন হলেন জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার রুকন
উদ্দিন (৪৫) ও সিলেট সদরের খাদিমনগর রুস্তমপুরের তাহমিদ তাহসিন (১২)। এছাড়া
আনুমানিক ২৭/২৮ বছর বয়সী এক যুবকের পরিচয় জানা যায়নি।

জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, বাসটি
সিলেট থেকে জাফলং যাচ্ছিল। হরিপুর বাজারের অদূরে হঠাৎ একটি টমটমের পিছনে থাকা একটি
মোটরসাইকেল বিপরীত থেকে বাসের সামনে এসে পড়ে।

“এ সময় মোটরসাইকেলের সঙ্গে বাস ও লেগুনার সংঘর্ষে এক শিশুসহ
তিনজন ঘটনাস্থলেই মারা যান।”

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ
হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।