প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে রাজীব আহমেদের রচনায় নির্মাতা রুবেল হাসান নাটকটি পরিচালনা করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নাটকের গল্পটা এমন-রাস্তায় গণ্ডগোলের মধ্যে পড়ে আত্মরক্ষার্থে দৌড়ে একটা বাসার দরজায় কড়া নেড়ে আশ্রয় চান মিশাক। দরজা খুলে গৃহকর্তী আশ্রয় দিতে রাজি হলেও তার মেয়ে মিলি তাকে আশ্রয় দিতে চান না। এমন সময় মাথায় ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে যায় মিশাক। জ্ঞান ফিরে দেখে স্মৃতিশক্তি হারানোর অভিনয় করে সে। পরে আশ্রয় মিললেও মিলি তা মেনে নিতে পারে না।
নাটকে মিশাক চরিত্রে অপূর্ব ও মিলি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।
রুবেল হাসান বলেন, “যথারীতি দারুণ অভিনয় করেছেন অপূর্ব ভাই ও মেহজাবীন আপু। যে অভিনয় দেখে মনেই হবে না- তারা অভিনয় করছেন!”
সম্প্রতি নাটকের শুটিং শেষ হয়েছে; ঈদের আগেই সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হবে বলে জানান প্রযোজক এসকে সাহেদ আলী।