ক্যাটাগরি

পায়রার বিদ্যুৎ খুলনায় সরবরাহ করবে রামপালের মৈত্রী উপকেন্দ্র

বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার মৈত্রী প্ল্যান্ট সাব-স্টেশনে ৪০০ কেভি জিআইএস সুইচ ইয়ার্ড এবং ইন্টারকানেক্টিং ট্রান্সফরমারটি সক্রিয় করা হয় এবং ধীরে ধীরে চাহিদা অনুসারে বিদ্যুৎ প্রবাহ প্রতিষ্ঠিত হবে।

হাই কমিশন বলছে, এই প্রবাহ স্থাপনের মাধ্যমে পায়রা বিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশের ২৩০ কেভি গ্রিড সিস্টেমে ৪০০ কেভি বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। যার মাধ্যমে খুলনার দিকে অতিরিক্ত বিদ্যুৎ দিয়ে গ্রীষ্মের সর্বোচ্চ চাহিদা মেটাতে সক্ষম করে তুলছে বাংলাদেশের পাওয়ার গ্রিড কর্পোরেশনকে।

বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করছে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (ভেল)।

অত্যাধুনিক আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির মাধ্যমে পাওয়ার প্ল্যান্টটি স্থাপন করা হচ্ছে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “যেন পরিবেশগত প্রভাবগুলো সক্রিয়ভাবে প্রশমিত করা যায়, একই সাথে সীমিত বিকল্প জ্বালানিহীন একটি দেশে কয়লা বিদ্যুৎ উৎপাদন চালু করা হচ্ছে।”

অনুষ্ঠানে বিআইএফপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আকরাম উল্লাহ ও প্রধান মহাব্যবস্থাপক ডি কে দুবে, ভেলের ইন্টারন্যাশনাল অপারেশনস হেড বি কে গঙ্গোপাধ্যায় ও প্রকল্প প্রধান উদয় শঙ্কর উপস্থিত ছিলেন।