বৃহস্পতিবার মানিকগঞ্জে এক অনুষ্ঠানে মন্ত্রী
বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল কথা বলেছি। তিনি কয়েক দিন পর্যবেক্ষণ
করে পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছেন। কৃষকের স্বার্থরক্ষায়
শিগগির পেঁয়াজের দাম বাড়ানো হবে।”
ভরা মৌসুমে পেঁয়াজের দাম কম থাকায় কৃষক
ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষকের সুবিধার কথা বিবেচনায় নিয়ে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি
বন্ধ রাখার দাবি উঠেছে। কিন্তু রোজার এই সময় আমদানি বন্ধ করলে পেঁয়াজের দাম
নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
কৃষকের সুবিধার জন্য কৃষিমন্ত্রী রাজ্জাক এর আগে
পেঁয়াজ আমদানি বন্ধ রাখার পক্ষে মত জানিয়েছিলেন।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাগবানিয়াজুরি এলাকায়
ব্রি-৯২ জাতের ধানবীজ উৎপাদনকারী কৃষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে
ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা
ইনস্টিটিউটের মহাপরিচালক মো. শাহজাহান কবীর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহাপরিচালক মো.
বেনজীর আলম, মানিকগঞ্জের ডিসি মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম
আজাদ খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু মো. এনায়েত উল্লাহ,
ঘিওরের ইউএনও মো. হামিদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম।