ক্যাটাগরি

আত্মসমর্পণ করে জামিন পেলেন ঢাবি শিক্ষক কার্জন

বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক
আসসামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম ওই আবেদনের বিরোধিতা করলে
উভয়পক্ষের শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় কার্জনের জামিন মঞ্জুর করে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কার্জন বলেন, “মুক্তিযুদ্ধের মাধ্যমে
আমারদের যে অর্জন ছিল সাম্য, মৈত্রী, গণতন্ত্র তা থেকে আমাদের দেশে ধর্মীয় মৌলবাদ,
অন্ধত্ব, জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে, তাতে  আমি
শঙ্কিত।”

জামিন হওয়ায় আদালতের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন ঢাকা
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষক।

২০২১ সালের ২২ জুলাই ফেইসবুকে হাফিজুর রহমান কার্জনের এক লেখায়
‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ করার অভিযোগ উঠলে তিনি লেখাটি মুছে ফেলে ক্ষমা চান।

ওই ঘটনায় বাংলাদেশ হিন্দু যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ
সম্পাদক অমিত ভৌমিক ২০২১ সালের ১ অগাস্ট শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এ
মামলা করেন।

সেখানে বলা হয়, হাফিজুর রহমান কার্জন ‘সনাতন ধর্মকে হেয় করে’ সামাজিক
যোগাযোগ মাধ্যমে লেখা পোস্ট করেছেন এবং সেটি ছড়িয়ে পড়েছে।

এছাড়া ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, ধর্মীয় উগ্রবাদ সৃষ্টি, দেশকে
অস্থিতিশীল করতে ও সরকারকে বিব্রত করার প্রসায় নিয়ে’ কার্জন স্বেচ্ছায় ‘ধর্মীয়
অনুভূতিতে আঘাত করেছেন’ বলেও অভিযোগ করা হয় মামলায়।