ক্যাটাগরি

আশীষ রায় কারাগারে, জামিন শুনানি ১০ এপ্রিল

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সৈয়দ মোস্তফা রেজা নূর
তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই শামীম
হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আশিষ রায় চৌধুরীকে মুখ্য মহানগর হাকিম
আদালতে হাজির করেন। 

এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে
আটক রাখার আবেদন করেন তিনি। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সেলিম আশরাফ
চৌধুরী জামিন আবেদন করেন।

পরে শুনানির পর্যাপ্ত প্রস্তুতি নেই জানিয়ে আগামী ১০
এপ্রিল জামিন শুনানির জন্য প্রার্থনা করেন।

আদালত সে আবেদনে সায় দিয়ে আশীষকে কারাগারে পাঠানোর আদেশ
দেন বলে জানান প্রসিকিউশন পুলিশের উপ কমিশনার মো. জাফর হোসেন।

তবে এদিন আশীষ রায়কে এজলাসে তোলা হয়নি। তাকে আদালতের
হাজতখানায় রাখা হয়।

গত মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে সোহেল চৌধুরী হত্যা
মামলার পলাতক আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে (৬৩) গ্রেপ্তার করা হয়।

এ সময় ওই বাসা থেকে ২২ বোতল বিদেশি মদ, ১৪ বোতল সোডা
ওয়াটার, একটি আইপ্যাড, ১৬টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, দুটি আইফোন ও নগদ দুই
লাখ টাকা উদ্ধার করা হয়।

পরে মাদক উদ্ধারের ঘটনায় বুধবার র‌্যাব-১০ এর ডিএডি
জাহাঙ্গীর আলম গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

১৯৯৮
সালের ১৮ ডিসেম্বর বনানীর ১৭ নম্বর রোডে ট্রাম্পস ক্লাবের নিচে চিত্রনায়ক সোহেল
চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার দিনই তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান
থানায় হত্যা মামলা করেন।

ওই
ঘটনায় পুলিশের দেওয়া অভিযোগপত্রের ভিত্তিতে মামলা শুরু হলেও নথি গায়েব হয়ে যাওয়ায়
বিচারে দীর্ঘসূত্রতা দেখা দেয়। দীর্ঘ বিরতি দিয়ে নিম্ন আদালতে বিচার চলার মধ্যেই
পলাতক আসামি আশীষকে গ্রেপ্তার করল র‌্যাব।

আরও পড়ুন

‘উচিৎ শিক্ষা’ দিতে সোহেল চৌধুরীকে খুন করেন আশীষরা: র‌্যাব
 

চিত্রনায়ক সোহেল চৌধুরী খুনের আসামি আশীষ রায় গ্রেপ্তার
 

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে

১৭ বছরেও বিচার হয়নি
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যার
  

সোহেল চৌধুরী
হত্যামামলায় আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ জনকে গ্রেপ্তারে পরোয়ানা