উপজেলার বালুখালীর
পূর্বফাঁড়ির বিল এলাকায় বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে বিজিবি জানিয়েছে।
কক্সবাজারের ৩৪ বিজিবির
অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির জানান, রাতে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ বখতিয়ার
(৪২) নামের এক ‘মাদক কারবারিকে’ আটক করে বিজিবি। তাকে হাতকড়া পরিয়ে ক্যাম্পে নিয়ে যাওয়ার
সময় পালংখালীর ৯ নম্বর ওয়ার্ডের ‘ইয়াবা ব্যবসায়ীরা’ নারী ও শিশুদের মানবঢাল হিসেবে
ব্যবহার করে বিজিবির সদস্যদের উপর পাথর, ইট এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
“এ সময় অর্ধশতাধিক
নারী বিজিবি সদস্যদের হাত ও শরীরে কামড় বসিয়ে ক্ষত-বিক্ষত করে। বিজিবি সদস্যরা নারী
ও শিশু বিবেচনায় বল প্রয়োগ করা থেকে বিরত থাকে; সেই সুযোগে বখতিয়ার পালিয়ে যায়।”
মেহেদি হোসাইন বলেন,
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের ধারাবাহিকতায় ভবিষ্যতে মাদক সস্ত্রাসীদের
সহায়তাকারী নারী বা বৃদ্ধ যেই হোক না কেন সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হবে এবং যথাযথ
ব্যবস্থা নেওয়া হবে।
“হামলাকারীদের বিরুদ্ধে
মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সরকারি কাজে বাধা, বিজিবি সদস্যদের উপর আক্রমণ মোকাবেলায়
কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”