ক্যাটাগরি

কলার খোসা ছাড়ানো শিখছে জাপানী রোবট

কলার খোসা ছাড়ানোর কাজে এখন পর্যন্ত জাপানের বিজ্ঞানীদের তৈরি রোবটটির সাফল্যের হার ৫৭ শতাংশ বলে জানিয়েছে রয়টার্স। তবে, রোবটের হাতে অক্ষতই থাকছে ফলগুলো।

রোবটকে কলার খোসা ছাড়ানো শেখানোর পেছনে বিজ্ঞানীদের মূল উদ্দেশ্য হচ্ছে কফি পৌঁছে দেওয়া বা ধাতব কোনো বস্তু বহনেরও বাইরে আরও সূক্ষ্ম বা কোমল কাজ করতে সক্ষম রোবট তৈরি করা।

ইউনিভার্সিটি অফ টোকিওর গবেষকরা রোবটটির একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে ধাতব হাত দিয়ে কলা তুলে ধরে খোসা ছাড়াতে রোবটটির সময় লেগেছে তিন মিনিট।

রয়টার্স জানিয়েছে, ‘ডিপ ইমিটেশন লার্নিং’ প্রক্রিয়ায় রোবটিকে প্রশিক্ষণ দিয়েছেন তিন গবেষক, হিচিওল কিম, ইওশিউকি ওহমুরা এবং ইয়াসুও কুনিওশি। কলার খোসার ছাড়ানোর প্রক্রিয়া কয়েকশ বার রোবটটিকে দেখিয়েছেন গবেষকরা।

এতে পুরো প্রক্রিয়ার যথেষ্ট ডেটা সংগ্রহ করে গবেষকদের নকল করতে শিখেছে রোবটটি। টানা ১৩ ঘণ্টার প্রশিক্ষণ শেষে কলার খোসা ছাড়াতে শেখে রোবটটি।

রোবটটি নিয়ে এখন পরীক্ষা-নিরীক্ষা চললেও, কুনিওশির বিশ্বাস তার রোবট প্রশিক্ষণ কৌশল ভবিষ্যতে রোবটকে মানুষের বিভিন্ন কাজ করার প্রক্রিয়া শেখাতে পারবে।

এ ছাড়াও, ভালো প্রশিক্ষণ পাওয়া রোবট জাপানের শ্রম সঙ্কট মোকাবেলাতেও ভূমিকা রাখবে বলে আশা করছেন তিনি।