সংযুক্ত আরব আমিরাতে
পাটজাত পণ্য রপ্তানির ঘোষণা দিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার সাগর জুট ডাইভারসিফাইড
ইন্ডাস্ট্রিজ সরকারি প্রণোদনার টাকাও হাতিয়ে নেওয়ার চেষ্টা করে বলে কাস্টমস কর্মকর্তারা
জানান।
ফতুল্লার কোম্পানিটি
চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট আজিজুল হক অ্যান্ড কোম্পানির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে
পাটজাত পণ্য রপ্তানির জন্য নগরীর সিসিটিসিএল ডিপোতে কন্টেইনারে পণ্য ভরে।
গোপন সংবাদের ভিত্তিতে
গত রোববার কন্টেইনারটি আটক করা হয়। এরপর কন্টেইনারটির কায়িক পরীক্ষায় জালিয়াতির বিষয়টি
দেখতে পায় কাস্টমস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার গণমাধ্যমকে এ বিষয়ে জানানো হয়।
চট্টগ্রাম কাস্টমসের
উপ কমিশনার আহসান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নারায়ণগঞ্জের প্রতিষ্ঠানটি
আরব আমিরাতের দুবাইয়ে ১২ হাজার ২১৫ কেজি পাটজাত পণ্য রপ্তানির ঘোষণা দেয়। ৮২ হাজার
পিস পণ্যের রপ্তানিমূল্য ঘোষণা করে চার কোটি সাত লাখ ৬১ হাজার ৮৮৫ টাকা।
“কায়িক পরীক্ষার পর
সেখানে এক হাজার ৯৭ দশমিক ৫২ কেজি পণ্যের ২৯ হাজার ৯৩৬ পিস পণ্য পাওয়া যায়। যার বাজার
মূল্য ২৫ লাখ ৭৭ হাজার ২৬ টাকা।”
কাস্টমস কর্মকর্তা
আহসান উল্লাহ বলেন, “রপ্তানিকারক চালানটির মাধ্যমে তিন কোটি ৮১ লাখ ৮৪ হাজার ৮৫৯ টাকা
অবৈধভাবে দেশে আনার চেষ্টা করেছে।
“এছাড়া পাটজাত পণ্যের
বিপরীতে সরকারিভাবে ঘোষিত ২০ শতাংশ নগদ প্রণোদনা হিসেবে আরও ৭৬ লাখ ৩৬ হাজার ৯৭২ টাকা
অবৈধভাবে পাওয়ার চেষ্টাও করেছে রপ্তানিকারক।”
এ ঘটনায় কাস্টমস আইনে
ব্যবস্থা নেওয়া হয়েছে।