ক্যাটাগরি

ধান খেয়েছে হাঁসে, বাকবিতণ্ডায় প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মো. ওমর ফকির নামে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেলের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল জানান।

ওমর (৪২) রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের উজলকুড় গ্রামের আমির আলী ফকিরের ছেলে।

এ ঘটনায় আহত ওমরের বড় ভাই মো. মিজান ফকিরকে (৪৮) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ পরিদর্শক বলেন, “বুধবার দুপুরে ওমরের কয়েকটি হাঁস তার প্রতিবেশী আলী শেখের ধানের ক্ষেতে ঢুকে ধান খায়। এ নিয়ে আলী ও ওমরের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আলী ধারালো দা নিয়ে ওমরকে এলোপাতাড়ি কোপাতে থাকেন।

“এ সময় ওমরের বড় ভাই মিজান ভাইকে বাঁচাতে এগিয়ে গেলে আলী তাকেও ধারালো দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।”

পরে দুই ভাইকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, ঘটনার পর আলী এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি। আর বৃহস্পতিবার সকালে লাশের ময়নাতদন্ত হয়েছে।