ক্যাটাগরি

বদরগঞ্জ কলেজের অধ্যক্ষ মাজেদের বিরুদ্ধে দুদকের মামলা

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ
সাদেক জানান, বৃহস্পতিবার কমিশনের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার সহকারী পরিচালক
মো. হোসাইন শরীফ বাদী হয়ে মামলাটি করেন।

মামলার বিবরণে বলা হয়, কলেজের ইসলামের ইতিহাস
ও সংস্কৃতি বিভাগ এবং বাংলা বিভাগে মমিনুল ইসলাম খান, শফিকুল ইসলাম ও মমিনুল হককে ‘প্রতারণা
ও জালিয়াতির মাধ্যমে’ নিয়োগ দেওয়া হয়।

এছাড়া অধ্যক্ষ কলেজ তহবিলের ৫১ লাখ ২৭ হাজার
২৩৯ টাকা ‘আত্মসাৎ’ করেছেন বলে অভিযোগ করে দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং দুর্নীতি
প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এ মামলা করা হয়েছে।

এদিকে মেয়রের স্বাক্ষর জাল করে গাজীপুর সিটি
করপোরেশনের ৮২ লাখ ৩৪ হাজার টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে করপোরেশনের সাবেক প্রধান
নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ
বুধবার সংস্থার উপ-পরিচালক মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

অপর দুই আসামি হলেন- গাজীপুর সিটি করপোরেশনের
হিসাব রক্ষণ কর্মকর্তা মো. নজরুল ইসলাম (সাময়িক বরখাস্ত) ও সাবেক প্রধান হিসাব রক্ষণ
কর্মকর্তা মো. ছায়েদুর রহমান।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৭ সালে গাজীপুর
সিটি করপোরেশনের তৎকালীন মেয়র এম এ মান্নানের ‘স্বাক্ষর জাল করে’ সাতটি চেকের মাধ্যমে
করপোরেশনের নামে বোর্ড বাজার শাখার ডাচ-বাংলা ব্যাংকের হিসাব থেকে ৮২ লাখ ৩৪ হাজার
৮২৮ টাকা উত্তোলন করে ‘আত্মসাৎ’ করেন আসামিরা।