ক্যাটাগরি

‘বেনজেমা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, বেনজেমা ইশ্বর’

২০১৮ সালে ক্রিস্তিয়ানো রোনালদো ক্লাব ছাড়ার পর রিয়ালের আক্রমণের মূল ভার বইছেন বেনজেমা। দারুণভাবে পালন করছেন দায়িত্ব। গোল করে ও করিয়ে স্পেনের সফলতম দলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।

চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত ফরাসি এই স্ট্রাইকার করেছেন সর্বোচ্চ ২৪ গোল। তার ধারে কাছে কেউ নেই; দ্বিতীয় স্থানে থাকা তারই সতীর্থ ভিনিসিউস জুনিয়রের গোল কেবল ১৪টি। 

চ্যাম্পিয়ন্স লিগেও আছেন দারুণ ছন্দে। এখন পর্যন্ত আট ম্যাচে গোল করেছেন ১১টি। এর মধ্যে রয়েছে পিএসজির বিপক্ষে শেষ ষোলোয় দ্বিতীয় লেগের দারুণ এক হ্যাটট্রিকও। ১৭ মিনিটে তিন বার জালের দেখা পান এই ফরাসি ফরোয়ার্ড।

ওই ম্যাচে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন চেলসির বিপক্ষে শুরু করেন তিনি। প্রথমার্ধে তিন মিনিটে দুই গোল করার পর দ্বিতীয়ার্ধে পূর্ণ করেন হ্যাটট্রিক।

দুর্দমনীয় বেনজেমায় রীতিমত মুগ্ধ কাসিয়াস। টুইটারে এক সময়ের সতীর্থকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। 

“কে৯ হল স্পাইডারম্যান। কে৯ হল উলভারিন। কে৯ হল বিল্ডিংয়ের সেই অতন্দ্র প্রহরী। কে৯ হল আপনার সেরা বন্ধু। কে৯ হল আপনার গ্র্যান্ডমাদার। কে৯ হল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। কে৯ হল সেই গাইড যার সঙ্গে আপনি প্যারাশুটে উড়াল  দেন। কে৯ হল আপনার দেবদূত সমতুল্য অভিভাবক। কে৯ হল ইশ্বর।”

রিয়ালের ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচিত কাসিয়াস ক্লাবটির হয়ে ১৬ বছরের ক্যরিয়ারের ম্যাচ খেলেছেন ৭২৫টি। দুটি চ্যাম্পিয়ন্স লিগ সহ জিতেছেন আরও বেশ কয়েকটি শিরোপা। 

২০১০ বিশ্বকাপজয়ী স্পেন দলের অধিনায়ক ছিলেন এই গোলরক্ষক।