ক্যাটাগরি

ময়মনসিংহে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, নগরীর চরপাড়া এলাকায়  বুধবার রাত ১২টার দিকে শরিফ আহম্মেদ নামের ওই যুবক খুন হন।

নিহত শরিফ (২১) গৌরীপুর উপজেলার টাঙ্গুয়া গ্রামের শহীদ মিয়ার ছেলে।

নিহতের পরিবারের বরাতে ওসি বলেন, “শরীফকে তার বাসার সামনে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

“পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শরীফের মৃত্যু হয়।”

শরীফ মহানগর যুবলীগের কর্মী ছিলেন জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, রাজনৈতিক কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না তা তদন্ত করা হচ্ছে। পাশাপাশি জড়িতদের শনাক্তের কাজ চলছে।

শরীফের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।