ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার ধলিয়া রাংচাপড়া এলাকার ভালুকা-গফরগাঁও সড়কে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনায় মৃতরা সবাই ইজিবাইকের যাত্রী।
মৃতরা হলেন- ভালুকা উপজেলায় রান্দিয়া গ্রামের বাসিন্দা ইজিবাইক চালক হোসেন আলী (৪৫) ও করুরা গ্রামের মতিন মিয়া (৫৫)। আরেকজনের বয়স ১৯ থেকে ২০ বছর বলছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আল মামুন বলেন, “ব্যাটরিচালিত ইজিবাইকটি রাস্তার পাশে দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করছিল। এ সময় একটি বালুবোঝাই ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাবইকটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ইজিবাইকের চালক ও এক যাত্রীর মৃত্যু হয়।”
আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আরও একজন মরা যায় বলে হাসপাতালের ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক আখতারুজ্জামান জানান।
তিনি বলেন, আহতদের মধ্যে চারজনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল।