ক্যাটাগরি

শিলিগুড়িতে চালু হলো বাংলাদেশের ভিসা কেন্দ্র

ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, বুধবার এই কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা নিতে এখন আর কষ্ট করে কলকাতা যেতে হবে না।

পশ্চিমবঙ্গের উত্তর জনপদের বাসিন্দাদের দীর্ঘদিনের চাওয়া পূরণ হয়েছে এই ভিসা কেন্দ্র চালুর মধ্য দিয়ে।

বাংলাদেশের সর্বউত্তরের সীমান্ত বাংলাবান্ধা থেকে ৩০ কিলোমিটারেরও কম দূরত্বে শিলিগুড়ি শহরের সেবক রোডে ইন্টারন্যাশনাল মার্কেটে নতুন এই ভিসা কেন্দ্র খোলা হয়েছে।

কলকাতা-ভিত্তিক ডিইউ ডিজিটাল বিডি প্রাইভেট লিমিটেড নামের একটি বেসরকারি কোম্পানি এই ভিসা কেন্দ্র পরিচালনার দায়িত্বে রয়েছে, যা ভারতে বাংলাদেশের প্রথম বেসরকারি পরিচালনায় শুরু হওয়া ভিসা কেন্দ্র।  

টেলিগ্রাফ জানিয়েছে, ভারতীয় ও অন্যান্য বিদেশি নাগরিকদের ভিসা আবেদন গ্রহণের জন্য কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অধীনে এটাই একমাত্র ‘আউটসোর্সিং এজেন্সি’।

কর্মকর্তারা জানান, বাংলাদেশে ভ্রমণের জন্য ভিসার আবেদনকারীরা এই ভিসা কেন্দ্রের পাশাপাশি সেবক রোডে সোনালী ব্যাংকের শাখায় টাকাও জমা
দিতে পারবেন।

এর আগে বাংলাদেশের ভিসা আবেদন করতে কলকাতা যাওয়া ছাড়া বিকল্প ছিল না ভারতের উত্তরবঙ্গবাসীদের।

ভিসা কেন্দ্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত এজেন্সির এক প্রতিনিধি বলেন, দৈনিক সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভিসা আবেদন গ্রহণ করা হবে। এই কেন্দ্রে একটি ফরম পূরণ ডেস্ক, একটি ছবি তোলার বুথ ও ফটোকপি সুবিধা রয়েছে। রয়েছে পাসপোর্ট ফেরত দেওয়ার কাউন্টার। ভিসা আবেদনের জন্য আবেদনকারীকে ৮২৫ রুপি ফি দিতে হবে।

ঢাকা থেকে শিলিগুড়ি সরাসরি ট্রেন চলাচল শুরুর প্রক্রিয়ার মধ্যেই সেখানে নতুন এই ভিসা কেন্দ্র চালু করা হল। এছাড়া শিলিগুড়ি হয়ে বাংলাদেশ-নেপাল সরাসরি বাস চলাচল শুরুরও পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে তিন দেশের মধ্যে একটি মোটর ভেহিকেল চুক্তিও সই হয়েছে।