ক্যাটাগরি

সিলেটে মাংস ব্যবসায়ীদের ধর্মঘট

বৃহস্পতিবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় মাংসের দোকান বন্ধ রয়েছে বলে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির সম্পাদক আব্দুল খালিক জানান।

এর আগে বুধবার রাতে সমিতির নেতারা জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ঘোষণা দেন।

সাংবাদিকদের খালিক বলেন, “সিটি করপোরেশন কর্তৃপক্ষ মহানগরী এলাকায় গরুর মাংস ৬০০ ও ছাগলের মাংস ৮৫০ টাকা কেজি নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আমরা যে দামে গরু বা ছাগল কিনে থাকি সে অনুযায়ী ওই দামে মাংস বিক্রি করলে আমাদের লোকসান হয়।

“মাংস ব্যবসায়ীরা গত এক মাস ধরে মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে দাম বাড়ানোর দাবি জানিয়ে আসলেও সর্বশেষ সিটি করপোরশেনের ধার্য করা দাম ৬০০ ও ৮৫০ টাকাই রেখেছে। তাই বাধ্য হয়ে আমরা গরু ও ছাগলের মাংস বিক্রি বন্ধ করে দিয়েছি। লোকসান দিয়ে তো ব্যবসা করতে পারব না।’

ব্যবসায়ীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সিলেটে গরু ও ছাগলের মাংস বিক্রি বন্ধ রাখা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, “সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বিষয়টি মাথায় রেখে দাম নির্ধারণ করা হয়েছে। আগে ৫৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি করা হত। এখন তা বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে।”

আর দাম বাড়ানোর কোন সুযোগ নেই বলেও জানান তিনি।