বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান।
গ্রেপ্তার মো. ইমরান গাছা থানার বায়তুর মামুর জামে মসজিদের মুয়াজ্জিন। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা গাছা থানায় মামলা করেন।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, “বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শিশুটি আইসক্রিম হাতে নিয়ে মসজিদের মক্তবে পড়তে যায়। পরে সে হাত ধোয়ার জন্য মসজিদের চতুর্থ তলার রান্নাঘরে যায়। সেখানে ইমরান শিশুটিকে ধর্ষণ করে।
শিশুটি বাসায় ফিরে ঘটনাটি পরিবারকে জানায়। পরিবার পুলিশকে জানায়। পরে রাতে ওই মসজিদ থেকে মুয়াজ্জিনকে গ্রেপ্তার করে পুলিশ।