বৃহস্পতিবার ঢাকা-ফরিদপুর মহাসড়কের পাশে ধুলদি রেলগেট বাজারে এ ঘটনা ঘটে।
হামলায় আহত মো. করিম নামের একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সন্ধ্যায় এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ধুলদি রেলগেট বাজারের মল্লিক ট্রেডার্সের মালিক জাহিদুল ইসলাম সেকেন জানান, বেলা ১০টার দিকে ‘কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা’ দলবেঁধে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।
“তারা প্রতিষ্ঠানের ম্যানেজার মো. রুবেলকে ক্যাশ বাক্সের চাবি দিতে বলে। চাবি না দেওয়ায় তাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে চাবি ছিনিয়ে নেয়।
“এ সময় আমার ভাই করিম বাধা দিলে তারা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তার মাথা ও কানের পাশে ৬টি সেলাই দেওয়া হয়েছে। পরে হামলাকারীরা প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স ভেঙে ছয় লাখ টাকা নিয়ে যায়।”
খবর পেয়ে কোতোয়ালি থানার এসআই জসিমের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত করিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
জাহিদুল ইসলাম আরও বলেন, যারা প্রতিষ্ঠানে হামলা করে টাকা লুট করে নিয়েছে তাদের সাথে কোনো বিরোধ ছিল না। এ গ্যাংয়ের সদস্যরা ‘মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত’। তারা প্রতিষ্ঠান থেকে টাকা লুট করার জন্যই হামলা চালিয়েছে।
সিসিটিভি ক্যামেরার ভিডিও দেখে বেশ কয়েকজনকে চিনতে পেরেছেন বলে জাহিদুল জানান।
কোতোয়ালি থানার ওসি মো. আব্দুল জলিল বলেন, খবর পেয়ে একজন এসআইয়ের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।