চোরাই
পথে আসা ও অনিবন্ধিত মোবাইল কেনাবেচার খবরে ওই অভিযান চালানো হয় বলে শুক্রবার এক সংবাদ
বিজ্ঞিপ্তিতে জানায় র্যাব-৪।
গ্রেপ্তাররা
হলেন- মো. শাহাবুদ্দিন আহম্মেদ (২৬), মো. ওমর ফারুক (৪০), মো. আব্দুল আজিজ (২৪), মো.
কাওসারুল হক (২৭) ও মো. ফয়সাল হক (৩৬)।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, সরকারি ভ্যাট ও ট্যাক্স ফাঁকি দিয়ে অনিবন্ধিত ও চোরাই মোবাইল কেনাবেচার খবরে
বৃহস্পতিবার রাতে পল্লবী এলাকায় অভিযান চালানো হয়।
এ
সময় বিটিআরসি এর প্রতিনিধিদল তাদের নিজস্ব সফটওয়্যার ও সার্ভারের মাধ্যমে ২৫৫টি মোবাইল
অনিবন্ধিত ও অবৈধ ঘোষণা করে। পরে সেগুলো জব্দ এবং এর সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার
করা হয়।
র্যাবের
পক্ষ থেকে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা কয়েক বছর ধরে বিভিন্ন দেশ হতে
চোরাই পথে মোবাইল নিয়ে আসার কথা স্বীকার করেছেন।