পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানিয়েছেন, মরদেহে পচন
ধরায় তার বয়স বা পরিচয় সম্পর্কে কোনো ধারণা তারা পাননি।
বৃহস্পতিবার রাতে নাছিরাবাদ হাউজিং সোসাইটির ৩ নম্বর রোডের ওই ভবনের মালিক
মাহফুজুল হক চৌধুরীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
ড্রেনের সঙ্গে যুক্ত সেপটিক ট্যাংকটি পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্ন কর্মীরা
মরদেহটি দেখতে পায় জানিয়ে পরিদর্শক সাদেক বলেন, “ট্যাংক থেকে তোলার সময় মাংস খসে পড়ছিল।
পোশাক আশাকের কোনো অস্তিত্ব ছিল না।”
পরে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো
হয় জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো কিছু
বলতে পারছি না।”
এ ঘটনায় বাড়িটির মালিক অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা
দায়ের করেছেন।