যুক্তরাষ্ট্রের
ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে বৈঠকে
তিনি এসব বিষয় নিয়ে কথা বলেন বলে জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র
ন্যাড প্রাইস।
এসময়
করোনাভাইরাস মহামারীর সময় বাংলাদেশকে ছয় কোটি ১০ কোভিড টিকা দেওয়ায়
যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্র সচিব।
যুক্তরাষ্ট্রের
সঙ্গে বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে তারা এসময় শুভেচ্ছা
বিনিময় করেন। বৈঠকে অর্থনৈতিক, বাণিজ্যিক এবং দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা
নিয়েও আলোচনা হয়।
ইন্দো-প্রশান্ত
মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও সমৃদ্ধি বাড়ানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও তারা
আলোচনা করেন। বৈঠকে মানবাধিকার, আইনের শাসন এবং মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় জোর
দেন ওয়েন্ডি শারম্যান।
অত্যন্ত
হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সৌজন্য সাক্ষাতের সময় মাসুদ বিন মোমেন বাংলাদেশের
মানবাধিকার সুরক্ষা এবং আইনের শাসন সুসংহত করতে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের
কথা তুলে ধরেন।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |