উপজেলার
শাহাদৎ মেম্বারপাড়া থেকে শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে গোয়ালন্দ ঘাট থানার
ওসি স্বপন কুমার মজুমদার জানান।
আটক বকুল
শেখ (৩৫) উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদৎ মেম্বারপাড়ার বদর উদ্দিন শেখের ছেলে।
পরিবারের
বরাতে ওসি জানান, বুধবার দুপুরে শিশুটি নদীতে গোসল করে বাড়ি ফেরার পথে বকুল লাকড়ি নেওয়ার
কথা বলে ডাকেন। পরে ৪ নম্বর ফেরিঘাট জামে মসজিদের পেছনে নিয়ে ধর্ষণ করেন এবং ধর্ষণের
ঘটনা কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ও দেখান বলে অভিযোগ।
বৃহস্পতিবার
বিকালে শিশুটির মা নদীতে গোসল করতে গিয়ে স্থানীয়দের থেকে ধর্ষণের ঘটনা জানতে পারেন।
বাড়ি গিয়ে শিশুটিকে জিজ্ঞাসা করলে সে তার মাকে বিষয়টি জানায়।
শুক্রবার
সকালে শিশুর বাবা বকুল শেখকে আসামি করে মামলা করেন।
ওসি বলেন,
বকুলকে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষা শেষে আদালতে জবানবন্দি দিতে
পাঠানো হয়েছে।