এ ঘটনায়
স্ত্রীকে আটক করা হয়েছে বলে কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ
সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন।
আটক সানজিদা
বেগম (২৩) উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২২ নম্বর রোহিঙ্গা শরণার্থী
শিবিরের সি-২ ব্লকের মো. ছৈয়দুর রহমানের (৩২) স্ত্রী।
শুক্রবার
বিকাল সাড়ে ৩টার দিকে তাকে হত্যা করা হয় বলে জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।
তিনি স্থানীয়দের
বরাতে বলেন, দীর্ঘদিনের
পারিবারিক কলহের জেরে ছৈয়দুর তার ঘরে ঘুমিয়ে থাকার সময় সানজিদা তাকে ধারালো অস্ত্র
দিয়ে কুপিয়ে আহত করেন। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে সানজিদা পালানোর সময় ধরা
পড়েন।
আর আহত ছৈয়দুরকে
স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার
বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয়রা আটক সানজিদাকে পুলিশের
কাছে তুলে দেয়। পরে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
তবে কী নিয়ে
তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল পুলিশ এখনও নিশ্চিত নয় বলে জানান তিনি।
তিনি বলেন,
বিষয়টির খোঁজখবর নেওয়া হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল
মর্গে পাঠানো হয়েছে।