বৃহস্পতিবার পাকিস্তানের সর্বোচ্চ আদালত পার্লামেন্টের ডেপুটি স্পিকার যেভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব বাতিল করে দিয়েছিলেন, তাকে অসাংবিধানিক অ্যাখ্যা দিয়েছে।
প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার যে ঘোষণা দিয়েছিলেন, তাও অবৈধ ঘোষণা করেছে তারা।
এ সিদ্ধান্ত ইমরানের গদিচ্যুতি প্রায় নিশ্চিত করলেও পাকিস্তানের তেহরিক ই ইনসাফ (পিটিআই) দলের শীর্ষ নেতা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার অঙ্গীকার করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ক্রিকেটীয় পরিভাষা ব্যবহার করে বলেছেন, “দেশবাসীর প্রতি আমার বার্তা হচ্ছে আমি সবসময় এবং ভবিষ্যতেও শেষ বল পর্যন্ত পাকিস্তানের হয়ে লড়বো।”
পাকিস্তানকে ১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপ এনে দেওয়া সাবেক এ ক্রিকেটার বৃহস্পতিবার আদালতের রায়ের পর একথা বলেছেন।
শুক্রবার তিনি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন, এরপরই জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলেও টুইটারে জানিয়েছেন তিনি।
জোটের শরিকরা বিরোধীদের সঙ্গে হাত মেলানোর পর পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানো ইমরানকে লজ্জা এড়ানোর পথ করে দিতে রোববার পার্লামেন্টে আস্থা ভোটের প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন ডেপুটি স্পিকার।
এরপরই ইমরান প্রেসিডেন্ট আরিফ আলভিকে পার্লামেন্ট ভেঙে দিতে বলেন। প্রধানমন্ত্রীর পরামর্শে পার্লামেন্টে ভেঙ্গে দিয়ে প্রেসিডেন্ট তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়াও শুরু করেছিলেন। কিন্তু বিরোধীরা আদালতের দ্বারস্থ হলে ছক উল্টে যায়।
বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালত বলে, যে প্রক্রিয়ায় ইমরান অনাস্থা প্রস্তাব এড়াতে চেয়েছেন, তা অসাংবিধানিক। আদালত পার্লামেন্ট পুনর্বহাল করে শনিবার অধিবেশন শুরু করতে এবং কার্যপ্রণালী অনুযায়ী অনাস্থা প্রস্তাবের ফয়সালা করারও নির্দেশ দেন।
কয়েক সপ্তাহ ধরে চলা যে রাজনৈতিক সংকট ২২ কোটি মানুষের পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে চোখ রাঙাচ্ছে, আদালতের এ রায়কে তার সর্বশেষ ‘টুইস্ট’ হিসেবে দেখা হচ্ছে।
সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছে দেশটির অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম ডন।
এ রায়ের মাধ্যমে আদালত ফের ‘সংবিধান রক্ষক’ হিসেবে আবির্ভূত হয়েছে, বলেছে তারা।
আফগানিস্তানে মার্কিন-নেতৃত্বাধীন বাহিনীর আগ্রাসনের বিরোধিতা করে আসা ইমরান ২০১৮ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছিলেন। যুক্তরাষ্ট্রের মদদেই তাকে ক্ষমতাচ্যুত করার চক্রান্ত হচ্ছে বলে সম্প্রতি অভিযোগও করেছেন তিনি। ওয়াশিংটন তার এ অভিযোগ উড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পর ক্ষুব্ধ ইমরান সমর্থকদের আমেরিকাবিরোধী স্লোগান দিতে দেখা গেছে; তার কিছু দূরেই বিরোধী সমর্থকরা উল্লাস করছিল।
দুইপক্ষ যেন সংঘর্ষে জড়িয়ে না পড়ে, তা নিশ্চিতে সড়কগুলোতে দাঙ্গা পুলিশ মোতায়েন ছিল।
ইমরান আস্থাভোটে হেরে গেলে বিরোধীরা নতুন যাকে প্রধানমন্ত্রী বানাবে, তিনি আগামী বছরের অগাস্ট পর্যন্ত পারমাণবিক শক্তিধর দেশটি শাসন করতে পারবেন।
ইমরানকে গদিচ্যুত করার পর পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছোট ভাই শেহবাজ শরীফই নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন বলে ধারণা পাওয়া গেছে।
বিরোধীরা বলছে, ইমরানকে রাজনৈতিকভাবে পরাজিত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দরকারি আইন পাসের পর তারা আগাম নির্বাচন দিতে চান।
বৃহস্পতিবার পাকিস্তানের নির্বাচন কমিশন অক্টোবরের আগে কোনোভাবেই সাধারণ নির্বাচনের আয়োজন করা যাবে না বলে জানিয়েছে।
অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন, ২০১৮ সালে ক্ষমতায় বসা ইমরান ও তার রক্ষণশীল এজেন্ডাগুলোকে দেশটির রাজনীতিতে বেশ প্রভাবশালী সেনাবাহিনী পছন্দ করলেও পরবর্তীতে ওই সমর্থন ধরে রাখতে পারেননি পিটিআই নেতা।
তবে সামরিক বাহিনীর কর্মকর্তারা বলছেন, তারা রাজনীতিতে জড়ান না; সর্বশেষ যে রাজনৈতিক অস্থিরতা চলছে তার সঙ্গেও সামরিক বাহিনী কোনোভাবেই সম্পৃক্ত নয়।
আরও খবর:
পাকিস্তানের পার্লামেন্ট পুনরুজ্জীবিত করার রায়, আস্থা ভোটে খেলতেই হবে ইমরানকে
সব সংবিধান অনুযায়ী হলে সংকট কোথায়: পাকিস্তানের প্রধান বিচারপতি
৯০ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব নয়: পাকিস্তান নির্বাচন কমিশন
ডেপুটি স্পিকারের আদেশ ভ্রান্ত ছিল এটি পরিষ্কার: পাকিস্তানের প্রধান বিচারপতি
ইমরান খানের ভাগ্য নির্ধারণী রায় আসছে
সুপ্রিম কোর্টে ইমরানের ভাগ্য নির্ধারণ ফের পেছাল
‘অবাধ্য’ ইমরান খানকে শাস্তি দিতে চেয়েছে যুক্তরাষ্ট্র: রাশিয়া
পাকিস্তানে অনাস্থা প্রস্তাব: পার্লামেন্টের কার্যবিবরণী চাইল সুপ্রিম কোর্ট
পাকিস্তানে রাজনৈতিক সংকটের প্রভাব বাকি বিশ্বে কতটুকু
সুপ্রিম কোর্টেই ঝুলে ইমরানের ভাগ্য
পাকিস্তান আবারও জটিলতার আবর্তে
ইমরান খানের ‘গুগলি’: অনাস্থার নাটকীয়তা শেষে ভোটের পথে পাকিস্তান