সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঝাপসি নদী থেকে শুক্রবার
ভোরে তাদেরকে গ্রেপ্তার করে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৬-এর কোম্পানি
কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম জানান।
গ্রেপ্তাররা হলেন, মো. সাদ্দাম বৈদ্য (২৭), মো. শফিকুল
ইসলাম বৈদ্য (৩৮), মো. জাকির হোসেন (২৮), মো. খায়রুল মোড়ল (২৫), আব্দুস সালাম গাজী
(৩৬), মো. বাচ্চু সানা (৩৫), মো. আবু সাইদ সরদার (৩০), মো. নাজমুল সরদার (২৮), মো.
আবুল হোসেন গাজী (২৮), শাহজাহান শেখ (৪৫), মো. সালাম সানা (৩০) ও ইকরামুল সরদার (৩১);
গ্রেপ্তারদের বাড়ি খুলনার দাকোপ উপজেলার কালাবগি ও সুতারখালী গ্রামে।
জেলেরা সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার করেছে বলে র্যাবের
ভাষ্য।
কোম্পানি কমান্ডার বলেন, অভয়াশ্রম ঘোষিত স্থানে বিষ
প্রয়োগে মাছ শিকার করছে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযানে যায়। উপস্থিতি
টের পেয়ে শিকারীরা তাদের ডিঙি নৌকা নিয়ে পালানোর চেষ্টা করলে ১২ জনকে আটক করা হয়।
পরে তাদের নৌকায় তল্লাশি করে ৪০০ কেজি চিংড়ি ও সাদা
মাছ, ছয় বোতল বিষ, পাঁচটি কাঠের ডিঙি নৌকা, চারটি জাল, পাঁচটি টর্চলাইট উদ্ধার করা
হয়।
তিনি বলেন, “বনবিভাগের অনুমতি না নিয়ে জেলেরা বিষ দিয়ে
মাছ শিকার করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। শুক্রবার দুপুরে তাদেরকে
থানায় হস্তান্তর করা হয়েছে।”