শনিবার নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন- আবু সালেহ (৩০) ও তার নয় মাস বয়েসী ছেলে আব্দুল্লাহ আল মোমিন।
সালেহের চার বছর বয়সী আরেক ছেলে আব্দুল্লাহ আল মাহিদ আহত হয়েছে বলে পুলিশ জানায়।
এ ঘটনার পর স্থানীয়রা লরি ভাংচুর করে সড়কে বিক্ষোভ করে। পুলিশ লরি চালক কবির
আহমদ শেখকে (২৪) আটক করেছে।
ইপিজেড থানার এসআই আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পতেঙ্গা স্টিল
মিল এলাকার বাসা থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঈদের বাজার করতে ইপিজেড এলাকায় যাচ্ছিলেন
আবু সালেহ।
“লরির ধাক্কায় রিকশা থেকে ছিটকে লরির চাকার নিচে পড়ে যায় আবু সালেহ ও তার নয়
মাস বয়েসী শিশু সন্তানটি। এতে ঘটনাস্থলে দুজনই নিহত হয় ও আরকে ছেলে গুরুতর আহত হয়।”
দুর্ঘটনার পরপর পুলিশ লরি চালককে আটক করেছেবলে জানান ইপিজেড থানার ওসি কবিরুল
ইসলাম।