এশার নামাজের পর স্থানীয় সময়
রাত সাড়ে ৯টায় অধিবেশন আবার শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। অধিবেশনের এ পর্বে
অনাস্থা প্রস্তাবে
ভোটাভুটির প্রক্রিয়া শুরু হওয়ার কথা
রয়েছে।
পাকিস্তানের সর্বোচ্চ আদালতের
নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময় শনিবার সকালে
ঠিক সাড়ে ১০টায় স্পিকার আসাদ কাইসারের
সভাপতিত্বে, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে
অধিবেশনে শুরু
হয়, যার
আলোচ্যসূচির ৪ নম্বরে রয়েছে প্রধানমন্ত্রী
ইমরানের বিরুদ্ধে
আনা অনাস্থা
প্রস্তাবটি।
কিন্তু বিরোধীদল সারাদিন ধরে
অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি শুরুর জন্য কোলাহল করলেও তা কানেই তোলা হয়নি বলে মন্তব্য
করেছে ডন।
এ দিন এই নিয়ে চতুর্থবারের মতো
পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন মুলতবি করা হল।
জিও নিউজ জানিয়েছে, ইফতার ও মাগরিবের
বিরতির পর অধিবেশেন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিরোধীদলীয় সদস্যদের হতাশ করে অধিবেশন
রাত সাড়ে ৯টা পর্যন্ত মুলতবি করা হয়।
এর মধ্যে কয়েকটি সূত্র জিও নিউজকে
জানিয়েছে, সরকারের পরিকল্পনা অনুযায়ী শনিবার ভোটাভুটি আর নাও হতে পারে।
পার্লামেন্ট সচিবালয়ের পরিচয়
প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, অধিবেশনের এ পর্ব রাত ১২টা পর্যন্ত অব্যাহত
থাকতে পারে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে,
স্পিকার কাইসার ভোটাভুটির অনুমোদন দিতে অস্বীকার করেছেন, ইমরান খানের সঙ্গে তার দীর্ঘ
৩০ বছরের সম্পর্কের কারণে ইমরানের সঙ্গে তিনি বেঈমানি করতে পারবেন না।
সকালে অধিবেশন শুরু হওয়ার
পর বিরোধীদলীয়
সদস্যদের হট্টগোলের
মধ্যে অধিবেশন
দুপুর সাড়ে
১২টা পর্যন্ত
মুলতবি করেছিলেন
স্পিকার কাইসার।
পরে নির্ধারিত সময়ের
আরও দুই
ঘণ্টা পর
স্থানীয় সময়
দু্পুর আড়াইটায়
অধিবেশন ফের
শুরু হয়। সন্ধ্যার আগে ইফতার
ও মাগরিবের
বিরতির জন্য
অধিবেশন ফের
মুলতবি হয়।
অধিবেশনে বিরোধীদলের সব
সদস্য উপস্থিত
থাকলেও প্রথমবার মুলতবি হওয়ার আগ পর্যন্ত
প্রধানমন্ত্রী ইমরান খানসহ সরকারি দলের
সামনের সারির
অধিকাংশ সদস্যই
উপস্থিত ছিলেন
না।
দুপুরে দ্বিতীয় পর্বে
কিছু সময়ের
জন্য অধিবেশনের
সভাপতিত্ব করেছিলেন আমজাদ আলী খান
নিয়াজি, পরে
স্পিকার কাইসার
ফিরে আসেন।
অনাস্থা ভোটের মাধ্যমে
প্রধানমন্ত্রী ইমরানকে বিদায় করতে বিরোধীদের
দরকার পার্লামেন্টের
৩৪২ আইনপ্রণেতার
মধ্যে অন্তত
১৭২ জনের
সমর্থন।
প্রধানমন্ত্রী ইমরান খান
রাত ৯টায়
(স্থানীয় সময়)
কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন।
প্রথমবার অধিবেশন মুলতবি হওয়ার
পর স্পিকার
কাইসারের চেম্বারে
সরকারি দলের
সামনের সারির
সদস্য ও
বিরোধী বেঞ্চের
মধ্যে একটি
বৈঠক হয়। বৈঠকে বিরোধীদল সুপ্রিম
কোর্টের নির্দেশনা
অনুযায়ী অনাস্থা
প্রস্তাবের ভোট প্রক্রিয়া শুরু করার
আহ্বান জানায়।
এ বৈঠকে সরকারি
দলের পক্ষ
থেকে পাকিস্তানের
পররাষ্ট্রমন্ত্রী শাহ্ মাহমুদ
কোরেইশি ও
পিটিআই নেতা
আমির ডোগার
এবং বিরোধী
দলের পক্ষ
থেকে বিলওয়াল
ভুট্টো জারদারি,
রানা সানাউল্লাহ,
আয়াজ সাদিক,
নাভিদ কামার
ও মাওলানা
আসাদ মাহমুদ
অংশ নেন।
এই বৈঠকের পর
বিরোধীদলীয় নেতার চেম্বারে বিরোধীদলগুলোর পার্লামেন্ট
সদস্যদের একটি
বৈঠক ডাকা
হয়।
সকালে অধিবেশন শুরুর
পর ফ্লোর
নিয়ে পার্লামেন্টের
বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফ বৃহস্পতিবারকে
পাকিস্তানের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন
হিসেবে বর্ণনা
করেন।
পার্লামেন্টে ইমরান খানের
বিরুদ্ধে আনা
অনাস্থা প্রস্তাব
গত ৩
এপ্রিল ডেপুটি
স্পিকার কাসিম
সুরি বাতিল
করার পর
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে তা
অবৈধ ঘোষিত
হয়।
সুপ্রিম কোর্টের ওই
রায়ে পাকিস্তানের
ভবিষ্যৎ ‘উজ্জ্বল’
হয়েছে বলে
দাবি করেন
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলীয়
নেতা শাহবাজ।
স্পিকার কাইসারকে সুপ্রিম
কোর্টের নির্দেশনা
অনুযায়ী কার্যধারা
শুরু করার
আহ্বান জানান
তিনি। এ দিন
পার্লামেন্টে ইতিহাস রচিত হচ্ছে বলে
মন্তব্য করেন
তিনি বলেন,
“আজ পার্লামেন্ট
সংবিধানিক পদ্ধতিতে একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে
পরাজিত করতে
যাচ্ছে।”
কিন্তু তার আহ্বান
সত্ত্বেও স্পিকার
প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা
প্রস্তাবের প্রক্রিয়া শুরু না করে
কথিত ‘আন্তর্জাতিক
ষড়যন্ত্র’ নিয়ে
আলোচনা হওয়ার
দরকার মন্তব্য
করে ইমরান
সরকারের পররাষ্ট্রমন্ত্রী
মাহমুদ কোরেইশিকে
ফ্লোর দেন।
আর কোরেইশি তার
দল ক্ষমতাসীন
তেহরিক-ই-ইনসাফের (পিটিআই)
নেওয়া কৌশল
অনুযায়ী দীর্ঘ
বক্তব্য দিয়ে
অধিবেশন দীর্ঘায়িত
করার চেষ্টা
শুরু করেন।
তার বক্তব্যের এক
পর্যায়ে বিরোধীদলীয়
সদস্যরা হৈ
চৈ শুরু
করলে হট্টগোলের
মধ্যে স্পিকার
কাইসার অধিবেশন
মুলতবি ঘোষণা
করেন।
মুলতবির পর অধিবেশন
শুরু হলে
পররাষ্ট্রমন্ত্রী কোরেইশিই আবার
ফ্লোর নিয়ে
ফের দীর্ঘ
বক্তব্য দেওয়া
শুরু করেন
বলে জানিয়েছে
ডন।
বিভিন্ন সূত্রের বরাত
দিয়ে জিও
নিউজ জানিয়েছে,
পিটিআই সরকার
অধিবেশন প্রলম্বিত
করার ও
দীর্ঘ বক্তব্য
দেওয়ার মাধ্যমে
ভোট প্রক্রিয়া
দেরির পরিকল্পনা
নিয়েছে।
পাকিস্তানের জ্যেষ্ঠ অ্যাঙ্করপার্সন
হামিদ মীর
সামাজিক মাধ্যমে
করা এক
পোস্টে বলেছেন,
শাহ্ মাহমুদকে
কম করে
হলেও অন্তত
তিন ঘণ্টা
বক্তব্য দিতে
বলেছেন প্রধানমন্ত্রী
ইমরান।
এদিকে, পাকিস্তান
সরকার ডেপুটি স্পিকারের ৩ এপ্রিলের সিদ্ধান্ত বাতিল করে হাই কোর্টের দেওয়া রায়ের বিষয়ে
একটি রিভিউ পিটিশন দাখিল করেছে বলে ডন জানিয়েছে।
আরও খবর:
মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন ইমরান খান
ইমরানের বিরুদ্ধে অনাস্থা: অধিবেশন মুলতুবি
অনাস্থা মোকাবেলার প্রস্তুতি ইমরানের দলের
ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে যে কৌশল নেবে বিরোধীদলগুলো
পাকিস্তানে ডেপুটি স্পিকার কাসিম সুরির বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব
রায় মানছেন ইমরান খান, মানবেন না ‘আমদানি করা’ সরকার
পাকিস্তানের প্রধানমন্ত্রী পদপ্রার্থী শাহবাজ শরিফ, কে তিনি
পাকিস্তানের পার্লামেন্ট পুনরুজ্জীবিত করার রায়, আস্থা ভোটে খেলতেই হবে ইমরানকে