ক্যাটাগরি

পাকিস্তান: ইফতার ও মাগরিবের পর ফের শুরু অধিবেশন

অধিবেশনের এ পর্বে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ১০টায় অধিবেশন শুরু হওয়ার পর বিরোধীদলীয় সদস্যদের হট্টগোলের মাঝে অধিবেশন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুলতবি করেছিলেন স্পিকার আসাদ কাইসার। 

পরে নির্ধারিত সময়ের আরও দুই ঘণ্টা পর স্থানীয় সময় দু্পুর আড়াইটায় অধিবেশন ফের শুরু হয়। সন্ধ্যার আগে ইফতার ও মাগরিবের বিরতির জন্য অধিবেশন ফের মুলতবি হয়।

সকালে পাকিস্তানের সর্বোচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে স্পিকার কাইসারের সভাপতিত্বে, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশনে শুরু হয়, যার আলোচ্যসূচির ৪ নম্বরে রয়েছে প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবটি।

অধিবেশনে বিরোধীদলের সব সদস্য উপস্থিত থাকলেও মুলতবি হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী ইমরান খানসহ সরকারি দলের সামনের সারির অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন না।

দুপুরে দ্বিতীয় পর্বে কিছু সময়ের জন্য অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন আমজাদ আলী খান নিয়াজি, পরে স্পিকার কাইসার ফিরে আসেন।

অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী ইমরানকে বিদায় করতে বিরোধীদের দরকার পার্লামেন্টের ৩৪২ আইনপ্রণেতার মধ্যে অন্তত ১৭২ জনের সমর্থন।

পার্লামেন্ট সচিবালয়ের সূত্রে জিও নিউজ জানিয়েছে, অধিবেশনের এ পর্বটি রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

প্রধানমন্ত্রী ইমরান খান রাত ৯টায় (স্থানীয় সময়) কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন।

আরও খবর:

মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন ইমরান খান
 

ইমরানের বিরুদ্ধে অনাস্থা: অধিবেশন মুলতুবি
 

অনাস্থা মোকাবেলার প্রস্তুতি ইমরানের দলের
 

ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে যে কৌশল নেবে বিরোধীদলগুলো
 

পাকিস্তানে ডেপুটি স্পিকার কাসিম সুরির বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব
 

রায় মানছেন ইমরান খান, মানবেন না ‘আমদানি করা’ সরকার
 

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদপ্রার্থী শাহবাজ শরিফ, কে তিনি
 

পাকিস্তানের পার্লামেন্ট পুনরুজ্জীবিত করার রায়, আস্থা ভোটে খেলতেই হবে ইমরানকে