ক্যাটাগরি

যুদ্ধের কমান্ডার বদলেছে রাশিয়া, ভাষ্য পশ্চিমা কর্মকর্তার

নতুন যিনি দায়িত্ব পেয়েছেন, সেই রুশ জেনারেলের
সিরিয়ায় যুদ্ধ চালানোর ব্যাপক অভিজ্ঞতা আছে, বলেছেন তিনি।

পশ্চিমা এ কর্মকর্তার তথ্য অনুযায়ী, রাশিয়ার
দক্ষিণাঞ্চলীয় সামরিক জেলার কমান্ডার জেনারেল আলেক্সান্ডার ভরনিকভ এখন ইউক্রেইনে অভিযানের
নেতৃত্বে।

“সিরিয়ায় রাশিয়ার
অভিযান চালানোর ব্যাপক অভিজ্ঞতা আছে এই কমান্ডারের; যে কারণে আমরা রুশ বাহিনীর সামগ্রিক
কমান্ড ও নিয়ন্ত্রণে উন্নতি দেখবো বলেই ধারণা করছি,” বিবিসিকে এমনটাই
বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।

তিনি বলেছেন, বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয়ে
আরও উন্নতি ঘটানোর লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে; রাশিয়ার বাহিনীগুলো এর আগে পৃথকভাবে
সংগঠিত ও পরিচালিত হচ্ছিল।

ইউক্রেইনকে ‘নিরস্ত্র’ এবং ‘নাৎসিমুক্ত’ করতে অভিযান
শুরুর ৪৪ দিনেও রাশিয়া এখন পর্যন্ত কিইভ বা বড় কোনো শহরের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ নিতে
পারেনি; মস্কো এখন অবশ্য তাদের নজর পূর্ব ইউক্রেইনের দনবাস অঞ্চলের দিকে ঘুরিয়ে নিয়েছে।

পশ্চিমা এ কর্মকর্তা বলছেন, এখন পর্যন্ত
রুশ বাহিনীর কৌশল তুলনামূলক কম সংখ্যক ইউক্রেইনীয় ইউনিটের বুদ্ধিদীপ্ত ও চমকে দেওয়া
কৌশলের কাছে ধরা খেয়েছে বলেই দেখা যাচ্ছে।

“যতক্ষণ পর্যন্ত
রাশিয়া তার কৌশল না বদলাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আগের তুলনায় কম লক্ষ্য পূরণেও তারা সফল
হবে কিনা, তা বলা কঠিন,” বলেছেন তিনি।

সামরিক বিবেচনার তুলনায় এখানে রাজনৈতিক
বিষয়ও বেশি গুরুত্ব পেতে পারে বলে ধারণা তার।

রাশিয়ানরা ৯ মে’র আগে কিছু না
কিছু সফলতা পেতে এগুচ্ছে, বলেছেন এ কর্মকর্তা।

৯ মে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়
উদ্‌যাপন করে।