আইপিএলে শুক্রবার পাঞ্জাব কিংসের বিপক্ষে শেষ ওভারে জয়ের জন্য গুজরাট টাইটান্সের দরকার ছিল ১৯ রান। অসম্ভব না হলেও কাজটা অবশ্যই কঠিন। স্মিথ যদিও প্রথমেই ওয়াইড দিয়ে কমিয়ে দেন ব্যবধান। ‘বৈধ’ প্রথম বলে হার্দিক পান্ডিয়া রান আউট হয়ে গেলে গুজরাটের জন্য কাজটা হয়ে যায় ভীষণ দুরূহ।
নিজের মুখোমুখি প্রথম বলে তেওয়াতিয়া নিতে পারেন ১ রান। তৃতীয় বলে চার মারেন ডেভিড মিলার। ৩ বলে দরকার ১৩। পরের বল ঠিকমতো খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান, বল চলে যায় বোলার স্মিথের হাতে। ম্যাচও চলে যায় তাদের মুঠোয়, শেষ দুই বলে ছক্কা হলেও অন্তত হারতে তো হবে না! কিন্তু তেওয়াতিয়া ক্রিজের বাইরে থাকায় ক্যারিবিয়ান অলরাউন্ডার রান আউটের চেষ্টায় থ্রো করে বল স্টাম্পে লাগাতে পারেননি।
সেই সুযোগে ১ রান নিয়ে স্ট্রাইকে চলে যান তেওয়াতিয়া। এরপরই সেই অবিশ্বাস্য কাজটা করে দেখান তিনি। পরের দুই বল ছক্কায় উড়িয়ে দারুণ জয়ের উচ্ছ্বাসে ডানা মেলে দেন ২৮ বছর বয়সী ব্যাটসম্যান।
৩ বলে তার ১৩ রানই গড়ে দিয়েছে ব্যবধান। তবে জয়ের মূল নায়ক আরেকজন- শুবমান গিল। ১৯০ রানের লক্ষ্য তাড়ায় তরুণ এই ওপেনারের ৫৯ বলে ৯৬ রানের দারুণ ইনিংসে লক্ষ্যের পানে ছুটতে পারে গুজরাট।
(বিস্তারিত আসছে)