ক্যাটাগরি

কুমিল্লার মেয়র সাক্কুর বাড়িতে অগ্নিকাণ্ড

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে
পারে বলে ধারণার কথা জানিয়েছেন মেয়রের ব্যক্তিগত সহকারী কবির হোসেন।

শহরের নানুয়ার দিঘির পাড়ে শনিবার বেলা
৩টার দিকে চারতলা ভবনের নিচতলায় হঠাৎ করে আগুন দেখতে পায় লোকজন। খবর পেয়ে ফায়ার
সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কবির বলেন, মেয়রের চারতলা বাসভবনের
নিচতলায় সব ফ্ল্যাটে সম্প্রতি বিদ্যুতের নতুন মিটার লাগানো হয়েছে।

“মিটারে শর্টসার্কিট থেকে আগুন লাগতে
পারে।”

অগ্নিকাণ্ডের সময় মেয়র ঢাকায় ছিলেন।
পরিবারের অন্য সদস্যরা ভবনের চতুর্থ তলায় ছিলেন। আগুন লাগলে তাদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
তবে তাদের দ্রুত সরিয়ে নেওয়া হয় বলে কবির জানান।

জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক
মো. আক্তারুজ্জামান বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই তারা খবর পান। তারা দ্রুত গিয়ে
আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

“আগুনে নিচতলার স্টোররুমের কিছু
জিনিসপত্র পুড়ে গেছে। এছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি।”

বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে
বলে তিনি তার প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন।