ক্যাটাগরি

দেশকে আফগানিস্তান-সিরিয়া বানানোর পাঁয়তারা চলছে: পলক

তিনি বলেন, “দেশের উন্নয়নের গতি যখন ঊর্ধ্ব, তখন মৌলবাদী গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ দেশকে তারা আফগানিস্তান, সিরিয়া, পাকিস্তানের মতো অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার অশুভ পাঁয়তারা করছে। এদের রুখে দিয়ে দেশের উন্নয়নকে আরও বেগবান করতে জাতীয় ঐক্য প্রয়োজন।”   

শনিবার জয়পুরহাটের কালাই সরকারি মহিলা কলেজ মাঠে এক জনসভায় পলক এসব কথা বলেন। এর আগে তিনি উপজেলার বালাইট মোড়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে আইসিটি খাতে যথাযথ অবকাঠামো গড়ে উঠার কারণে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটির অধিক। সাড়ে ছয় লাখ ফ্রি-ল্যান্সার ৫০০ মিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করছে। গ্রাম পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে গেছে।

“চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আইওটি, রোবোটিক্স, সাইবার সিকিউরিটিসহ উচ্চপ্রযুক্তি নিয়ে কাজ করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে আইটি বিজনেস ইনকিউবেটর এবং স্পেশালাইজড ল্যাব স্থাপন করা হচ্ছে। এ ছাড়া মাদারীপুরের শিবচরে ‘শেখ হাসিনা ইনস্টিটিউট ফর ফ্রন্টিয়ার টেকনোলজি (শিফট) স্থাপনের লক্ষ্যে আরেকটি প্রকল্প অনুমোদিত হয়েছে।”

তিনি বলেন, ‘মাত্র ১৩ বছরে প্রযুক্তি শিল্প থেকে রপ্তানি আয় দাঁড়িয়েছে প্রায় ১.৪ বিলিয়ন ডলার। ২০২৫ সালের মধ্যে আমরা পাঁচ বিলিয়ন ডলার আয় করতে চাই। আশা করছি, আগামী দেড় বছরের মধ্যে এই আইটি ট্রেনিং সেন্টারের নির্মাণ শেষ হয়ে দুই বছরের মধ্যে এখানে আমরা কার্যক্রম শুরু করতে পারব। এখান থেকে প্রতি বছর এক হাজার তরুণ-তরুণি প্রশিক্ষণ নিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে।”

জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ন কুমার ঘোষ, ডিজেল প্লান্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন।

সভা শেষে বৈদেশিক মুদ্রা আয়ের জন্য প্রতিমন্ত্রী তথ্য-প্রযুক্তিতে দক্ষ ৪২ জন ফ্রি-ল্যান্সারকে বিনামূল্যে ল্যাপটপ প্রদান করেন।