রোববার এই অনুষ্ঠানে তিনি বলেন, “লাইব্রেরি এমন জায়গা, যেখান থেকে আপনি ইতিহাস জানতে পারেন, প্রামাণ্য তথ্য জানতে পারেন এবং মতামত তৈরি করতে পারেন।”
ফরেইন সার্ভিসে যোগ দেওয়ার আগে সাংবাদিকতা করে আসা দোরাইস্বামী বলেন, “প্রত্যেক ঘটনার ব্যাকগ্রাউন্ড থাকে, প্রত্যেক ঘটনার ইতিহাস থাকে। একটার পর একটা ঘটনা ঘটে, তারপর আরেকটা আসে। সাংবাদিকদের ও তথ্যের বাহকদের এটা জানতে হবে।”
বাংলাদেশ ও ভারতের অভিন্ন ইতিহাস তুলে ধরে তিনি বলেন, “ইতিহাস ও প্রামাণ্য তথ্য একসাথে চলে। আমাদের ইতিহাস কিছু অপরিহার্য বাস্তবতা দ্বারা সংযুক্ত, মুক্তিযুদ্ধ তার মধ্যে একটি।
“মুক্তিযুদ্ধ নিয়ে একেকজন একেক রকম বিশ্লেষণ করতে পারে। তবে মুক্তিযুদ্ধ কেবল দক্ষিণ এশিয়ার ভৌগোলিক মানচিত্র নয়, রাজনৈতিক মানচিত্রও পরিবর্তন করে দিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের ওপর ভর করে বাংলাদেশের এগিয়ে যাওয়া নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ বক্তব্য দেন।