পাকিস্তানকে ক্রিকেট বিশ্বকাপ এনে দেওয়ার পর খেলার মাঠ ছেড়ে রাজনীতির মাঠে নেমে অনেক কাঠখড় পুড়িয়ে প্রধানমন্ত্রীও হয়েছিলেন ইমরান। কিন্তু টিকে থাকতে পারেননি।
খেলার মাঠে সুদক্ষ অধিনায়ক হিসেবে বিবেচিত ইমরান খান রাজনীতির জটিল মারপ্যাঁচে রোববার পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে খান খান হয়ে গেলেন।
তার এই ক্ষমতাচ্যুতির খবর সারাবিশ্বের সংবাদ মাধ্যমেই হয়ে ওঠে শিরোনাম। তবে ভারতের সংবাদ মাধ্যমে এই খবরের সঙ্গে ফিরে আসে ইমরানের সেই সব নায়িকার খবর।
রেখা, জিনাত আমান, শাবানা আজমি থেকে শুরু করে বাঙালি কন্যা মুনমুন সেনের সঙ্গে ইমরানের সম্পর্কের গুঞ্জন নতুন করে আসে পাঠকের সামনে।
ইমরানের খেলোয়াড়ি জীবনে আত্মপ্রকাশ না ঘটা জি নিউজের এক প্রতিবেদন তুলে এনেছে পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রীর ‘প্লেবয়’ যুগ নিয়ে তখনকার সংবাদ মাধ্যমে চর্চিত খবরগুলো।
সেই সব প্রতিবেদনের কোনোটিতে বলা হয়েছিল, ‘চিরসবুজ’ রেখার সঙ্গে ইমরানের বিয়ে প্রায় ঠিক হয়ে গিয়েছিল; যদিও শেষ পর্যন্ত হয়নি। রেখার টানে লাহোর থেকে বারবার মুম্বাই ছুটে আসতেন ইমরান। একসঙ্গে তাদের বিভিন্ন অনুষ্ঠানেও দেখা যেত।
আরেক বলিউড তারকা জিনাত আমানের সঙ্গে ইমরানের প্রেমের গুঞ্জনের বেশ ভিত্তিও ছিল। বলা হয়, জিনাত আমানের জন্য ১৯৭৯ সালে ভারতের বেঙ্গালুরুতে নিজের ২৭তম জন্মদিন পালন করেছিলেন ইমরান। সেই সব খবরেই ইমরানের নামের সঙ্গে ‘প্লেবয়’ শব্দবন্ধ জুড়ে বসে। তবে সম্পর্ক নিয়ে ইমরান কিংবা জিনাত কখনোই মুখ খোলেননি।
ইমরান খানের সঙ্গে শাবানা আজমির সম্পর্ক নিয়েও এক সময় বেশ আলোচনা হয়েছিল। কিন্তু তাদের রসায়ন নিয়ে বরাবরই নীরব ছিলেন তারা।
কিংবদন্তি সুচিত্রা সেনের মেয়ে অভিনেত্রী মুনমুন সেনের সঙ্গে ইমরানের প্রেম এক সময় ভারতের সংবাদ মাধ্যমে ছিল ব্যাপক আলোচিত। ইমরান কলকাতার ইডেন গার্ডেনে খেলতে এলে মুনমুনের বাড়িতে গিয়ে একবার ঢুঁ মেরে আসতেন।
১৯৯২ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিয়ের ক্ষেত্রে চমক দেখিয়েছিলেন পাকিস্তানের খান। ১৯৯৫ সালে ধনকুবের জেমস গোল্ডস্মিথের মেয়ে জেমাইমাকে বিয়ে করেন তিনি। তবে তাদের সংসার এক দশও টেকেনি। দুই ছেলের জন্মের পর বিচ্ছেদ ঘটে তাদের।
এরপর রাজনীতিতে নামা ইমরান দ্বিতীয়বার বিয়ে করেছিলেন টিভি সাংবাদিক রেহাম নায়ার খানকে, সেটাও টেকেনি।
তবে নিজের আগের চরিত্রের বিপরীতে গিয়ে ইমরান তৃতীয় বিয়ে করেন এক আধ্যাত্মিক নারীকে, যার নাম বুশরা বিবি। এক মাজারে পরিচয়ের পর তারা বিয়ে করেন। ৭০ বছর বয়সী ইমরান এখনও এই স্ত্রীকে নিয়েই রয়েছেন।