রোববার সকাল ৭টার দিকে দুপচাঁচিয়ার থানা বাসস্ট্যান্ড এলাকার নওগাঁ-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে দুপচাঁচিয়া থানার এসআই মিয়ামান নাসির জানান।
মৃতরা হলেন- বগুড়া শহরের খান্দার স্টেডিয়াম গেট এলাকার মৃত শাহাদাত হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন পলাশ (৪৮) ও সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার আলোবাদিয়া গ্রামের মৃত গাজী আবু সাঈদ শেখের ছেলে শোয়েব মাহামুদ (৪২)।
শোয়েব নওগাঁর পোরশায় এলজিডি অফিসে কাজ করতেন। আর পলাশ বগুরা শহরের রানার প্লাজায় ইলেক্ট্রিশিয়ান
ছিলেন বলে জানায় পুলিশ।
এসআই বলেন, “পলাশ এবং শোয়েব মোটরসাইকেলে করে পোরশার উদ্দেশ্যে রওনা হন। পথে বিপরীতগামী পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শোয়েব মারা যান। পরে পলাশকে স্থানীয়রা দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।”
দুর্ঘটনার পরপরই ট্রাকসহ চালক পালিয়ে যায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, নিহতদের লাশ দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।