সম্প্রতি দুই কোম্পানির মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওমেরা।
সেখানে বলা হয়, রাজধানীর যে কোনো এলাকা থেকে গ্রাহকরা মাই ফুয়েল পাম্পের নির্দিষ্ট হটলাইনে কল করে অথবা অ্যাপ ব্যবহার করে অথবা ওয়েবসাইটের মাধ্যমে ওমেরার যে কোনো এলপিজি পণ্য অর্ডার করতে পারবেন।
“একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেতার দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে সেই পণ্য।”
ওমেরা এলপিজির সিইও তানজিম চৌধুরী ও মাই ফুয়েল পাম্পের সিইও পার্থ প্রতিম চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ওমেরার সিএমও মোহাম্মদ আবুল কালাম, ব্র্যান্ড ম্যানেজার নাফিজ ইমতিয়াজ করিম, হেড অফ ইন্টারনাল অডিট মোহাম্মদ তবারক হোসাইন উপস্থিত ছিলেন।