নেটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গের বরাতে ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকা একথা জানিয়েছে।
টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে স্টলটেনবার্গ বলেন, “নেটো একটি মৌলিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কর্মকাণ্ডের দীর্ঘমেয়াদী পরিণতির প্রতিফলন থাকবে।”
“আমরা এখন যা দেখছি, তা নতুন বাস্তবতা। ইউরোপীয়দের নিরাপত্তার জন্য নতুন এক স্বাভাবিক অবস্থা। তাই আমরা সেনা কমান্ডারদের কাছে বিকল্পগুলো জানতে চেয়েছি, যেটাকে আমরা এক ধরনের পুনর্গঠন বলছি, দীর্ঘমেয়াদে নেটোর উপযোগী ব্যবস্থার কথা বলছি,” বলেন স্টলটেনবার্গ।
সম্প্রতি নেটো মহাসচিব হিসেবে এক বছর মেয়াদ বাড়ার কথা জানিয়েছেন স্টলটেনবার্গ। সাক্ষাৎকারে তিনি বলেন, নেটো সেনাদের পুনর্গঠনের বিষয়টি আগামী জুন মাসে মাদ্রিদে অনুষ্ঠিত নেটো সম্মেলনে ঠিক করা হবে।
ইউক্রেইনে রাশিয়ার হামলার ঘটনায় ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় শরণার্থী সংকট সৃষ্টি হয়েছে। সেকারণে পশ্চিমা দেশগুলোকে প্রতিরক্ষা নীতিমালা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে।