স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কে বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল এবং টিপ নিয়ে লতা সমাদ্দরকে হেনস্তাকারীদের চিহ্নিত করার দাবিতে এক র্যালি অনুষ্ঠিত হয়।
পরে এক সমাবেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে এ অপতৎপরতা অব্যাহত থাকায় বক্তারা বিস্ময় প্রকাশ করেন।
প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ আয়োজিত ওই র্যালি পরবর্তী সমাবেশটিতে যুক্তরাষ্ট্র উদীচীর সভাপতি সুব্রত বিশ্বাস সভাপতিত্ব করেন। এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেক্রেটারি আলীম উদ্দিন।
বিক্ষোভ-সমাবেশে কমিউনিটি লিডাররা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সম্প্রতি টিপ পরা নিয়ে পুলিশ কনস্টেবলের কটূক্তি, পরিকল্পিতভাবে বিজ্ঞান শিক্ষককে ধর্ম অবমাননার দায়ে ফাঁসানোসহ নানা ঘটনা প্রমাণ করেছে দেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে।
বক্তারা বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল এবং টিপ পরায় লতা সমাদ্দরকে হেনস্তাকারিদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ, আজকালের প্রধান সম্পাদক সম্পাদক মনজুর আহমদ, প্রোগ্রেসিভ ফোরামের সভাপতি খোরশেদুল ইসলাম, ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিপ্লব চাকী, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন বাচ্চু, যুক্তরাষ্ট্র মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুলেখা পাল, প্রথম আলোর সাংবাদিক ইব্রাহিম চৌধুরী, যুক্তরাষ্ট্র উদীচীর নেতা হিরো চৌধুরী, বাবুল আচার্য এবং যুক্তরাষ্ট্র জাসদের নেতা নূরে আলম জিকু।
কানাডার টরন্টোতে সমাবেশ
টরন্টোর সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা বলেছেন, মুন্সিগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডল, টিপ নিয়ে হেনস্তাসহ সম্প্রতি ঘটে যাওয়া বেশকিছু ঘটনা বিজ্ঞানভিত্তিক মুক্তচিন্তার ওপর পরিকল্পিত হামলা।
টরন্টোতে অনুষ্ঠিত র্যালি। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
টরন্টোর বাঙালিপাড়া হিসেবে খ্যাত ডেনফোর্থে বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলের গ্রেপ্তারের প্রতিবাদে টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত এক মানববন্ধন শেষে সমাবেশ থেকে বক্তারা এসব কথা বলেন।
মানববন্ধন শেষে একটি র্যালি টরন্টো ফিল্ম ফোরামের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ডেনফোর্থ এলাকা প্রদক্ষিণ করে।
পরে ‘ঘরোয়া-নিশিথা মোড়ে’ সংক্ষিপ্ত সমাবেশ হয়। চলচ্চিত্রকার মনিস রফিকের সঞ্চালনায় এই সমাবেশে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন সরকার বাচ্চু, টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল, উদীচীর সভাপতি সুভাস দাশ, ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর, সোলায়মান তালুত রবিন, ফয়েজ নুর ময়না এবং কবি সাহিদুল আলম টুকু।
সমাবেশের বক্তারা রাষ্ট্রের নিষ্ক্রিয়তার সমালোচনা করে বলেন, রাষ্ট্র ত্বরিত ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |