ক্যাটাগরি

কোভিড: এক সপ্তাহে শনাক্ত কমেছে ৩৯%

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে,
রোববার পর্যন্ত
এক সপ্তাহে
সারাদেশে করোনাভাইরাস
আক্রান্ত হয়েছেন
২৯৫ জন।আগের সপ্তাহের তুলনায় তা
৩৯ দশমিক
৫ শতাংশ
কম।
আগের সপ্তাহে
৪৮৮ জন
রোগী শনাক্তের
কথা জানিয়েছিল
স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার পর্যন্ত এক
সপ্তাহে সারাদেশে
মৃত্যু হয়েছে
১ জনের। আগের সপ্তাহে ৪ জনের
মৃত্যুর খবর
জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আগের সপ্তাহের তুলনায় মৃত্যু
কমেছে ৭৫
শতাংশ।

ছয়দিন পর সোমবার
করোনাভাইরাসে একজনের মৃত্যুর খবর এসেছে। এর আগে গত ৪ এপ্রিল একজন কোভিড
রোগীর মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে,
সোমবার সকাল
পর্যন্ত ২৪
ঘণ্টায় ৬
হাজারের বেশি
নমুনা পরীক্ষা
করে ৪৪
জনের কোভিড
শনাক্ত হয়।

তাতে নমুনা পরীক্ষার
বিপরীতে শনাক্তের
হার দাঁড়িয়েছে
শূন্য দশমিক
৭১ শতাংশ। আগেরদিন এই হার ছিল
শুন্য দশমিক
৮০ শতাংশ।

গত কয়েকদিন ধরেই
করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা একশর
নিচে আছে। গত মঙ্গলবার এবং বুধবার
দেশে ৩৬
জন করে
কোভিড রোগী
শনাক্ত হয়েছিল,
যা দুই
বছরের মধ্যে
সবচেয়ে কম। শনিবার একদিনে শনাক্ত হয়
২৮ জন
রোগী।
করোনাভাইরাস মহামারীর শুরুর বছর ২০২০
সালের ৫
এপ্রিলের পর
একদিনে এত
কম রোগী
শনাক্ত হয়নি।

নতুন রোগীদের নিয়ে
মহামারীর মধ্যে
এ পর্যন্ত
শনাক্ত রোগীর
সংখ্যা বেড়ে
১৯ লাখ
৫২ হাজার
১০৯ জন
হয়েছে।
মৃতের মোট
সংখ্যা দাঁড়িয়েছে
২৯ হাজার
১২৪ জনে।

সরকারি হিসাবে গত
এক দিনে
সেরে উঠেছেন
আরও ৫৯০
জন।
তাদের নিয়ে
এ পর্যন্ত
১৮ লাখ
৮৯ হাজার
২৩০ জন
সুস্থ হয়ে
উঠলেন।