ক্যাটাগরি

গোলাম মসীহ আবার রওশনের রাজনৈতিক সচিব

বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর
ডটকমকে জানান, রওশন এরশাদ তার রাজনৈতিক সচিব হিসেবে গোলাম মসীহকে নিয়োগ দিয়েছেন।

রওশন এরশাদ এখন চিকিৎসার জন্য থাইল্যান্ডে রয়েছেন বলে জানান মামুন। 

এর আগে ২০১৪ সালে বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন
করেন মসীহ। পরে ২০১৫ সালে সরকার তাকে রাষ্ট্রদূত করে সৌদি আরবে পাঠায় সরকার।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদ একসময় দল থেকে বহিষ্কার করেন গোলাম
মসীহকে। তখন তিনি কাজী জাফর আহমেদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলেন। পরে
সেখান থেকেও পদত্যাগ করেন। তার পরপরই রওশনের রাজনৈতিক সচিব হলেন।

জাতীয় পার্টির সাবেক আন্তর্জাতিক ও কূটনৈতিক বিষয়ক সম্পাদক গোলাম মসীহ
আশির দশকে ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানির আইন বিভাগে কাজ করেছেন। এছাড়া ব্রিটিশ গ্যাস,
ফ্রান্সের টোটাল অয়েল, হংকং টেলিকম, যুক্তরাষ্ট্রের জেনারেল অটোমিক, এশিয়া স্যাটেলাইটসহ
বিভিন্ন কোম্পানিতে তিনি উপদেষ্টা হিসাবে ছিলেন।