সোমবার ‘নগদ’র আয়োজনে
আগারগাঁয়ে অবস্থিত ডাক ভবন অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে
জানিয়েছে কোম্পানিটি।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ
মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “আজকাল ডাক বিভাগের পুরনো সেই মানি অর্ডারের জায়গা নিয়েছে
নগদ। নগদ অনেক শ্রম দিয়ে আজ এই পর্যন্ত এসেছে।
“বিকাশের প্রতিদ্বন্দ্বী
হিসেবে অনেক প্রতিষ্ঠান এসেছে, কেউ দাঁড়াতে পারেনি। নগদ বিকাশের চেয়ে অনেক আধুনিক প্রযুক্তি
ব্যবহার করে এগিয়ে গেছে।”
নগদ দৈনিক ৭৫০ কোটি
টাকা লেনদেন করছে জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ সচিব খলিলুর রহমান বলেন, “খুব অল্প সময়ে
গ্রাহক ভিত্তি ছয় কোটির কাছে চলে গেছে। সামনের দিনে নগদ তার ধারাবাহিক সফলতা ধরে রাখবে
বলে আশা রাখি।”
এর আগে ডাক বিভাগের
পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের সব ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য চট্টগ্রাম,
সিলেট, খুলনা, বরিশাল ও বগুড়াতে এই কর্মশালার আয়োজন করে ‘নগদ’। এসব কর্মশালার মাধ্যমে
এখন পর্যন্ত প্রায় ৪০০ কর্মকর্তাকে ‘নগদ’ সম্পর্কে ধারণা দেওয়া হয়।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক
সিরাজ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে ‘নগদ’র নির্বাহী পরিচালক সাফায়েত
আলম, ‘নগদ’র চিফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার কাওসার সওকত আলী উপস্থিত ছিলেন।