ক্যাটাগরি

ডিএসইতে সূচক-লেনদেন দুটোই কমল

সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩ দশমিক ৮৮ পয়েন্ট কমে ৬ হাজার ৬৩৮ দশমিক ৫৭ পয়েন্ট হয়েছে।

ঢাকার বাজারে এদিন ৫৫৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে,
যেখানে আগের দিন এই সংখ্যা ছিল ৬৪৩ কোটি ৫৭ লাখ টাকা।

ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়, এর মধ্যে ৯১টির দর বেড়েছে, কমেছে ২৩৩টির
এবং ৫৭টির দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক শূন্য
৫ পয়েন্ট কমে ১ হাজার ৪৫৪ দশমিক ৭৬ পয়েন্ট হয়েছে।

আর ডিএস৩০ সূচক ৬ দশমিক ৬০ পয়েন্ট কমে হয়েছে ২ হাজার ৪৫১ দশমিক ৯২
পয়েন্ট।

লেনদেনের শীর্ষ ১০: আইপিডিসি, বেক্সিমকো লি., সোনালী পেপার,
লাফার্জহোলসিম, জেনেক্স ইনফোসিস,
নাহী
অ্যালুমিনিয়াম, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা,
বিএসসি
ও সিপার্ল বিচ রিসোর্ট।

দাম বাড়ার শীর্ষ ১০: জেএমআই হসপিটাল,
প্রাইম
ইন্সুরেন্স, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, নর্দার্ন ইন্সুরেন্স, আইপিডিসি, সোনালী পেপার, বিডি থাই ফুড,
আইসিবি
এএমসিএল অগ্রণী ফার্স্ট মি. ফা., নাহি অ্যালুমিনিয়াম
ও ভিএএমএল আরবিবিএফ।

সবচেয়ে বেশি দর হারানো ১০ : ডিএসএসএল, রেনউইক যজ্ঞেশ্বর, জেনেক্স ইনফোসিস,
আইটিসি, এশিয়ান টাইগার,
সিএপিএম
আইবিবিএল মি. ফা., ফরচুন সুজ, পিটিএল, প্রভাতী ইন্সুরেন্স
ও এপেক্স স্পিনিং।