ক্যাটাগরি

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

বৃহস্পতিবার
রাতে আহত হওয়ার পর রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তিনি মারা
যান বলে রায়পুরা থানার পরিদর্শক (অপারেশন) আতাউর রহমান জানান। 

নিহত লাল
চাঁন মিয়া (২৮) উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত মইধর মিয়ার ছেলে।

মামলার
বরাত দিয়ে পরিদর্শক বলেন, বৃহস্পতিবার রাতে গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম (২২) তার
মেয়ে নুসরাতকে (৪) নিয়ে বাহাদুরপুর কান্দাপাড়া জামে মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজ
শুরু হলে তিনি মেয়েকে জামাতের পিছনে দাঁড় করিয়ে রাখেন।

“একে কেন্দ্র
করে দ্বন্দ্বে জড়ান লাল চাঁন মিয়া ও নুরুল ইসলাম। তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং
একপর্যায়ে কিল-ঘুষির ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা দুজনকেই বিষয়টি মীমাংসার পরামর্শ দেয়।
সিদ্ধান্ত মেনে দুজনই বাড়ি চলে যান।

“কিছু
পরে দুই পক্ষের লোকজন মসজিদের সামনে এসে জড়ো হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা
ঘটে। তখন প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে লাল চাঁন জখম হন।

পরিদর্শক
বলেন, লাল চাঁনকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার
অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্ত করা হয়েছিল। সেখানে তিনি মারা যান।

আতাউর
আরও বলেন, এরই মধ্যে হত্যা মামলা হয়েছে। জসিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।